❝লাজনাতুল বালাগ❞ অর্থাৎ পৌছে দেওয়ার সংগঠন। কি পৌছে দেওয়া ? দ্বীন ইসলামের দাওয়াত পৌছে দেওয়া। লাজনাতুল বালাগ একটি দ্বীনি ও সমাজ কল্যাণ সংগঠন। এই সংগঠনের মৌলিক উদ্দেশ্য হল দ্বীন ইসলাম তথা তাওহীদের দাওয়াত সকলের মাঝে পৌছে দেওয়া এবং কল্যাণমূলক কাজ প্রতিষ্ঠা করা।
আল্লাহ কুরআনুল কারিমে বলেছেন –
وَ الَّذِیۡنَ اٰمَنُوۡا وَ عَمِلُوا الصّٰلِحٰتِ لَا نُکَلِّفُ نَفۡسًا اِلَّا وُسۡعَہَاۤ ۫ اُولٰٓئِکَ اَصۡحٰبُ الۡجَنَّۃِ ۚ ہُمۡ فِیۡہَا خٰلِدُوۡنَ ﴿۴۲﴾
আর যারা ঈমান এনেছে ও সৎকাজ করেছে, আমি কোন ব্যক্তিকে তার সাধ্যের বাইরে দায়িত্ব অর্পণ করি না। তারাই জান্নাতের অধিবাসী। তারা সেখানে হবে স্থায়ী।
{সূরা আল আরাফঃ ৪২}
অর্থাৎ ঈমান যারা আনে এবং পাশাপাশি সৎ ও ভালো কাজ করে তারা হবে জান্নাতের অধিবাসী। লাজনাতুল বালাগের পক্ষ থেকে ঈমান ভঙ্গের ১৩টি কারণ সম্বলিত দাওয়াহ ব্যানার লাগানো হয়েছে মোট ৬০টি মসজিদ এবং মাদ্রাসাতে। ঈমান ভঙ্গের বহু কারণের মধ্যে মৌলিক এবং অতি গুরুত্বপূর্ণ ১৩টি কারণ জানা থাকা জরুরী প্রত্যেক মুমিন ও মুসলমানের। লাজনাতুল বালাগের পক্ষ থেকে জানানো হয় ঈমান ভঙ্গের ১৩টি কারণ সম্বলিত দাওয়াহ ব্যানারটি দেশের প্রায় সকল মসজিদ মাদ্রাসাতে প্রচার করার উদ্যোগ নিয়েছি আমরা। ইংশা-আল্লাহ শিঘ্রই পৌছে দেওয়া হবে !
Add Comment