আক্রান্ত ভাইদের উদ্দেশ্যে লাজনাতুল বালাগের দাওয়াহ বিষয়ক দায়িত্বশীল হযরত মুফতি ইব্রাহিম বলেন –
❝আপনারা (আক্রান্ত ভাইয়েরা) আমাদের ভাই। আমরা এক উম্মাহ,এক দেহ, তাই আমাদের অনুভূতিও এক। ভাইদের দেখতে যাওয়াটা আমাদের শুধু দায়িত্ব নয় বরং কর্তব্য আমরা মনে করি। তাই আমরা আপনাদের দেখতে এসেছি। ভাই হিসেবে এটা আমাদের উপর আপনাদের হক❞
এছাড়া লাজনাতুল বালাগের আরেক দায়িত্বশীল বলেন –
❝আজ আপনারা নিজেদের অধিকার আদায়ের জন্য এবং দেশের জনগণের প্রতি ইনসাফ প্রতিষ্ঠার জন্য নিজেদের জীবনের রিস্ক নিয়ে ঝাপিয়ে পড়েছেন অন্যায়ের বিরুদ্ধে। এটি একটি মহৎ কাজ। নিশ্চয় ইখলাস অনুযায়ী এর প্রতিদান আল্লাহ আপনাদেরকে দিবেন। তবে মনে রাখতে হবে,নির্ভেজাল ইনসাফ কেবলমাত্র ইসলামেই (শরিয়াহ) আছে। তাই কখনো ইসলামের প্রয়োজনে আপনারা সবার আগে নিজেকে সপে দিবেন বলে আমার বিশ্বাস। আর এতে যদি আপনাদের প্রাণ দিতে হয়,এতে আপনারা পরকালে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রয়োজন শুধুমাত্র ইখলাসের❞
Add Comment