Warning: Undefined array key 0 in /home/u368977130/domains/laznatulbalag.org/public_html/wp-includes/meta.php on line 638
গত ৮ আগস্ট ২০২৪ ঈসায়ী তারিখে, স্বৈরাচার সরকার বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ ভাইদেরকে নবীনগর সরকারি হাসপাতালে দেখতে যান লাজনাতুল বালাগের দায়িত্বশীলরা। গুলিবিদ্ধ ভাইদের শারিরীক ও মানসিক অবস্থার খোজখবর নেওয়া,তাওহিদের দাওয়াত দেওয়া সহ নগদ অর্থ উপহার প্রদান করে লাজনাতুল বালাগের দায়িত্বশীলরা। - Laznatul Balag
।।লাজনাতুল বালাগের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম।।

গত ৮ আগস্ট ২০২৪ ঈসায়ী তারিখে, স্বৈরাচার সরকার বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ ভাইদেরকে নবীনগর সরকারি হাসপাতালে দেখতে যান লাজনাতুল বালাগের দায়িত্বশীলরা। গুলিবিদ্ধ ভাইদের শারিরীক ও মানসিক অবস্থার খোজখবর নেওয়া,তাওহিদের দাওয়াত দেওয়া সহ নগদ অর্থ উপহার প্রদান করে লাজনাতুল বালাগের দায়িত্বশীলরা।

গত ৮ আগস্ট ২০২৪ ঈসায়ী তারিখে, স্বৈরাচার সরকার বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ ভাইদেরকে নবীনগর সরকারি হাসপাতালে দেখতে যান লাজনাতুল বালাগের দায়িত্বশীলরা। গুলিবিদ্ধ ভাইদের শারিরীক ও মানসিক অবস্থার খোজখবর নেওয়া,তাওহিদের দাওয়াত দেওয়া সহ নগদ অর্থ উপহার প্রদান করে লাজনাতুল বালাগের দায়িত্বশীলরা।

গত ৮ আগস্ট ২০২৪ ঈসায়ী তারিখে, স্বৈরাচার সরকার বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ ভাইদেরকে নবীনগর সরকারি হাসপাতালে দেখতে যান লাজনাতুল বালাগের দায়িত্বশীলরা। গুলিবিদ্ধ ভাইদের শারিরীক ও মানসিক অবস্থার খোজখবর নেওয়া,তাওহিদের দাওয়াত দেওয়া সহ নগদ অর্থ উপহার প্রদান করে লাজনাতুল বালাগের দায়িত্বশীলরা।

❝আপনারা (আক্রান্ত ভাইয়েরা) আমাদের ভাই। আমরা এক উম্মাহ,এক দেহ, তাই আমাদের অনুভূতিও এক। ভাইদের দেখতে যাওয়াটা আমাদের শুধু দায়িত্ব নয় বরং কর্তব্য আমরা মনে করি। তাই আমরা আপনাদের দেখতে এসেছি। ভাই হিসেবে এটা আমাদের উপর আপনাদের হক❞

❝আজ আপনারা নিজেদের অধিকার আদায়ের জন্য এবং দেশের জনগণের প্রতি ইনসাফ প্রতিষ্ঠার জন্য নিজেদের জীবনের রিস্ক নিয়ে ঝাপিয়ে পড়েছেন অন্যায়ের বিরুদ্ধে। এটি একটি মহৎ কাজ। নিশ্চয় ইখলাস অনুযায়ী এর প্রতিদান আল্লাহ আপনাদেরকে দিবেন। তবে মনে রাখতে হবে,নির্ভেজাল ইনসাফ কেবলমাত্র ইসলামেই (শরিয়াহ) আছে। তাই কখনো ইসলামের প্রয়োজনে আপনারা সবার আগে নিজেকে সপে দিবেন বলে আমার বিশ্বাস। আর এতে যদি আপনাদের প্রাণ দিতে হয়,এতে আপনারা পরকালে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রয়োজন শুধুমাত্র ইখলাসের❞

Add Comment

Your email address will not be published. Required fields are marked *

Style switcher RESET
Body styles
Color scheme
Color settings
Link color
Menu color
User color
Background pattern
Background image