লাজনাতুল বালাগ
লাজনাতুল বালাগ একটি ইসলামি এবং মানবকল্যাণে নিবেদিত সংগঠন। এই সংগঠনের প্রধান ও মৌলিক কাজ হল তাওহীদ অর্থাৎ আল্লাহর একাত্ববাদের দাওয়াতকে সকলের কাছে পৌঁছে দেওয়া। দ্বীনি কার্যক্রমে যথাসাধ্য অংশগ্রহণ করা ও মানুষকে আদর্শ মুসলিম হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা করা। পাশাপাশি মানবকল্যাণে নিবেদিত সকল কার্যক্রমে সাধ্যনুযায়ী পাশে থাকা আমাদের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য। লাজনাতুল বালাগ একটি প্রচলিত রাজনীতি মুক্ত এবং অলাভজনক সংগঠন। আমাদের সংগঠনের ওয়েবসাইটে আপনাকে স্বাগত জানিয়ে আমরা অত্যন্ত আনন্দিত।